জ্বর-কাশিসহ করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ এলাকার বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হলে নমুনা সংগ্রহ করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে আ জ ম নাছির উদ্দীনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।
মেয়রের দায়িত্বে থাকার আগে এবং পরে সিটি করপোরেশন ছাড়াও তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুধু মেয়র হিসেবে নয়, একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের পাশে রয়েছেন এই রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে তার আহবানে সাড়া দিয়ে এই দুর্যোগে মানুষের পাশে থেকেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি গঠন করেছিলেন। যারা মধ্যবিত্ত পরিবারের চক্ষু লজ্জায় ত্রাণের জন্য হাত পাততে পারেননি, গোপনে তালিকা করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। এভাবেই তিনি এই করোনাকালে মানুষের পাশে রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন