মহামারী করোনাভাইরাস মোকাবেলায় এবার সুখবর দিয়েছে চীন। গবেষকরা জানিয়েছে, মধ্য পর্যায়ের ট্রায়ালে কভিড-১৯ ভ্যাকসিনে সাফল্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, চীনে বেশ কয়েকটি টিকার ট্রায়াল চলছে। এর মধ্যে কয়েকটির প্রয়োগও শুরু হয়ে গেছে।
এবার গবেষকরা জানিয়েছে, প্রায় ৭০০ মানুষের ওপর সিনোভ্যাক বায়োটেক ভ্যাকসিনের ট্রায়ালে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা সাড়া দিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্না কোম্পানি করোনার টিকা ৯০ ভাগের বেশি কার্যকর প্রমাণিত হয়েছে বলে ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/ফারজানা