গত কয়েকদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ৩ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়েছে ১১৩ জন। অথচ এর আগের ৩ দিনের আক্রান্ত হয়েছিল মাত্র ৫৮ জন। অর্থাৎ তিন দিনের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন বেড়েছে। ১৯ নভেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে সংক্রমিত ৭ হাজার ৫২৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬ জন। ১ নভেম্বর ১৮ জন, ২ নভেম্বর ১৮ জন, ৩ নভেম্বর ১৪ জন, ৪ নভেম্বর ১২ জন, ৫ নভেম্বর ৮ জন, ৬ নভেম্বর ১৭ জন, ৭ নভেম্বর ১৪ জন, ৮ নভেম্বর ১৩ জন, ৯ নভেম্বর ১৮ জন, ১০ নভেম্বর ২৮ জন, ১১ নভেম্বর ১৫ জন, ১২ নভেম্বর ১৮ জন, ১৩ নভেম্বর ২০ জন, ১৪ নভেম্বর ২৩ জন, ১৫ নভেম্বর ১৯ জন, ১৬ নভেম্বর ১৬ জন, ১৭ নভেম্বর ৩৪ জন, ১৮ নভেম্বর ৪৮ জন এবং ১৯ নভেম্বর ৩১ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। গত ৩ দিনে যেখানে ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে সেখানে এর আগের ৩ দিনে আক্রান্ত হয়েছিল মাত্র ৫৮ জন। অর্থাৎ সর্বশেষ ৩ দিনে আক্রান্তের হার দ্বিগুন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ২৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় সংক্রমিত ৩১ জন শনাক্ত হয়েছে। যার মধ্যে আড়াইহাজারে ৪ জন, ৩০০ শয্যায় ১৩ জন, রূপগঞ্জে ৩ জন, সদরে ৯ জন ও সোনারগাঁয়ে ২ জন। সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে জেলায় ৫৪ হাজার ২৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ১৪৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৬ জন। বুধবার ১৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত ছিল ৭ হাজার ৪৯৫ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন