রাজবাড়ীতে বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা এক ঘরের মধ্যে থাকলেও নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৩৪ জন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
তিনি বলেন, রাজবাড়ীতে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত রবিবার এবং সোমবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ৫৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে নতুন করে ১৩ জন করোনা রোগে আক্রান্ত হয় বলে জানা যায়।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৯ জন, পাংশা উপজেলার একজন, বালিয়াকান্দি উপজেলার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজবাড়ীতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩ হাজার ১২২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং ২৪ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চারজন ভর্তি আছেন।
বিডি প্রতিদিন/এমআই