বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ৮৬৮ জনের। আর আক্রান্ত হয়েছে ৫ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৫৮ জন। তবে সুস্থ হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৬৬২ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ২ হাজার ৬৫ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে নতুন করে ৬৫৩ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৮৭০ জনের। আর আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮ হাজারের বেশি মানুষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন