করোনা আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয় ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ৯ জন। এছাড়া ভোলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৬ জন।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও সিভিল সার্জন দপ্তর জানায়, গত ৭ নভেম্বর করোনায় আক্রান্ত হলে তাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। হরলাল মধুর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
বিডি প্রতিদিন/আরাফাত