পেন্টাগনের আরও এক শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনে লিথুনিয়ার প্রতিরক্ষা প্রধানের সঙ্গে গত সপ্তাহের বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান বলেন, গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে সফরে আসা লিথুনিয়ার প্রতিরক্ষামন্ত্রী রেমুনডাস কারোব্লিস করোনায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার পেন্টগনকে এমন তথ্য জানানো হয়েছে।
সফরকালে কারোব্লিস যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিফেন্স সেক্রেটারি ক্রিস মিলারের সঙ্গে বৈঠক করেন। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হয়েছিল।
কাজেই মিলার এবং অন্যান্য কর্মকর্তাদের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি অ্যান্থনি করোনায় আক্রান্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। বর্তমানে তিনি ১৪ দিনের হোম কোয়ারিন্টিনে আছেন।
কারোব্লিসের সঙ্গে বৈঠকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেয়া নির্দেশনা সঠিকভাবে মেনে চলায় মিলারকে কোয়ারিন্টিনে থাকতে হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর