করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি, ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। তাকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিপিবি কার্যালয় সূত্র আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম রবিবার (২৯ নভেম্বর) করোনা পরীক্ষায় পজেটিভ শনাক্ত হয়। আজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকের ৫০৪ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ