২৭ জানুয়ারি, ২০২১ ০২:৪৫

করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন পরামর্শ

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন পরামর্শ

ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়ে নতুন চিকিৎসা পরামর্শ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব করোনা আক্রান্ত রোগী সেরে ওঠার পরও নানা রকম দীর্ঘমেয়াদি উপসর্গে ভুগছেন তাদের জন্যেই দেওয়া হলো এই নির্দেশনা।    

জেনেভায় আয়োজিত জাতিসংঘের সম্মেলনে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, আমাদের প্রধান পরামর্শ ও নির্দেশনা হলো- রক্ত জমাট রোধে স্বল্প পরিমাণে অ্যান্টি কোজুলান্ট ওষুধ ব্যবহার। বেশি পরিমাণে ব্যবহার স্বাস্থ্যে অন্যরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এজন্যেই আমরা অল্প করে ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছি।   

তিনি আরও বলেন, অন্যান্য পরামর্শের মধ্যে আছে বাড়িতে অবস্থান করা রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা নিয়মিত নির্ণয় করতে হবে। এর ফলে তারা শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কিনা- সে সম্পর্কে সচেতন থাকতে পারবেন। এবং প্রয়োজন দেখা দিলে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন।    

এছাড়া  চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষকে কোভিড-১৯ আক্রান্ত রোগীকে উবু করে শুইয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শরীরে অক্সিজেনের সঞ্চালন বাড়ে বলে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।   


বিডী-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর