জিম্বাবুয়েতে সাম্প্রতিক সময়ে কোভিড-রোগী বৃদ্ধির কারণে, সরকার যে লকডাউন ও কারফিউ'র সময়সীমা বৃদ্ধি করেছে, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নত না করলে, তাতে ফলাফল পাওয়া যাবে না। জানুয়ারি মাসেই জিম্বাবুয়েতে ১,১৭৮ জন প্রাণ হারান। আজ জিম্বাবুয়ে'র সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই জানিয়েছেন।
জিম্বাবুয়েতে আরও মারাত্মক প্রজাতির আগ্রাসী ভাইরাস দেখা দেয়ায়, সরকার সেখানে লকডাউন ও কারফিউ'র সময়সীমা বৃদ্ধি করে। সরকার ভ্যাকসিন সরবরাহ পাওয়ার প্রয়াস বৃদ্ধি করেছে। চীন ও রাশিয়া জিম্বাবুয়েকে ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত