প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন করোনার চিকিৎসায় প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড ( প্রায় ৪০৫ কোটি টাকা) সংগ্রহ করা সেই শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) টম মুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দুই মেয়ে হান্না ও লুসি। গত কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন টম মুর। গত সপ্তাহে তার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
গত ৩১ জানুয়ারিতে মুরকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে। এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার হাসপাতালেই তিনি মারা যান। টম মুরের টুইটার একাউন্ট থেকেও তার মৃত্যুর খবর জাননো হয়।
যুক্তরাজ্যের সাবেক প্রবীণ এই সেনা কর্মকর্তা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শুধুমাত্র হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে পরিণত হয়েছিলেন জাতীয় প্রতীকে।
তারা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টম মুর। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। অবশেষে চলে গেলেন এ শতবর্ষী সাবেক ব্রিটিশ সৈনিক।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ