আগামীকাল রবিবার দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নেত্রকোনা জেলা সিভিল সার্জন কার্যালয়।
আজ শনিবার সকাল থেকেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনের ভ্যাকসিন বুথ থেকে ফ্রিজ বক্সের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় ভ্যাকসিন পৌঁছে দেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা সিভিল সার্জনের তদারকিতে জেলার ১০ উপজেলায় পৌঁছবে এই ভ্যাকসিন। ইতিমধ্যে ইউজার এবং পাসওয়ার্ড জেলা সিভিল সার্জন বরাবর পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধাসহ সরকারি কাজে নিয়োজিত সকলকে ভ্যাকসিন এর আওতায় আনা হবে। পর্যায়ক্রমে তা সাধারণ মানুষের মাঝে প্রয়োগ করা হবে। আগামীকাল সকালে নেত্রকোনা সদর হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
সিভিল সার্জন মো. সেলিম মিঞা জানান, কোন ধরনের সমস্যা হবে না। সকলেই অত্যন্ত সোচ্চার ভ্যাকসিন যেনো কোন মতেই মিস ইউজ না হয়। অন্যদিকে ভ্যাকসিন দেয়ার প্রশিক্ষণ হয়েছে। রবিবার একযোগে শুরু হবে টিকা প্রদান।
বিডি প্রতিদিন/আবু জাফর