সারাদেশের মতো আগামীকাল রবিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে করোনার টিকাদান। এজন্য সিলেট মহানগরীতে ১৩টি ও ১২ উপজেলায় ২৪টি বুথ প্রস্তুত করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় অনলাইনে যুক্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, সিলেটে টিকাদান কার্যক্রম সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন। সিলেট মহানগরীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ স্থাপন করা হয়েছে। জেলার ১২টি উপজেলায় ২টি করে আরও ২৪টি বুথে করোনার টিকা দেয়া হবে।
এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপন করা হয়েছে ৪টি টিকাদান বুথ। এই ৪টি বুথে সেনাবাহিনীর সদস্যদের করোনার টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর