করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছেন আরও এক বাংলাদেশি। তার নাম আলকাছ আলী ওরফে গয়াছ মিয়া (৫০)। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামে।
দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বসবাস করে আসছিলেন তিনি। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে ওল্ডহ্যাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য শেখ সুরত মিয়া আসাব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সম্পর্কে তিনি আমার চাচাতো ভাই। করোনায় আক্রান্ত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত কয়েকদিন তার শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় লাইফসাপোর্টে রাখা হয়েছিল তাকে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ