বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা সুরক্ষা টিকার প্রথম রাউন্ডের প্রথম দিন আজ রবিবার মাত্র ৪০ জন টিকা গ্রহণ করেছেন। যদিও অনলাইনে রেজিষ্ট্রেশন করিয়েছিলেন ২৭৬ জন। উপজেলা হাসপাতালে দুটি বুথে সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে তা চলে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ২৭৬ জনের টিকা নেওয়ার কথা থাকলেও নিয়েছেন মাত্র ৪০ জন।
আগ্রহী নিবন্ধিত প্রত্যেককে ৩০ দিনের ব্যবধানে দুই ডোজ করে টিকা নিতে হবে। সে অনুযায়ী আগামী ৩০ মার্চের মধ্যে ১ম ডোজ নিতে ব্যর্থ হলে তারা বাদ পড়বেন। কারণ টিকার মেয়াদ শেষ হবে চলতি বছরের এপ্রিল মাসে।
এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, রেজিষ্ট্রেশনের তুলনায় উপস্থিতি খুব কম। মাত্র ৪০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে নারী ১৩ জন। টিকা গ্রহণকারিদের শরীরে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
মোরেলগঞ্জে ৯৫৮ ভায়াল টিকা পৌঁছেছে। প্রতি ভায়াল থেকে ১০ জন করে মোট ৯ হাজার ৫৮০ জনে টিকা নিতে পারবেন। আগামী এপ্রিল মাসের মধ্যে টিকার মেয়াদ শেষ হবে বলেও এ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/হিমেল