করোনার টিকা নিয়েছেন ৮৪ বছর বয়সী আনোয়ারা বেগম। ছেলের হাত ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তিনি। সারা দেশে গণ টিকাদান শুরুর পর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসালয়ের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় দিনের মত টিকা দেওয়া চলছে। দিনের প্রথম ভাগেই ছেলে আনোয়ারুল ইসলাম রাহাতকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন আনোয়ারা বেগম।
টিকা নেয়ার পর এক প্রতিক্রিয়ায় আনোয়ারা বলেন, প্রথমে একটু ভয় করেছিল, কিন্তু টিকা নেওয়ার পর তা কেটে গেছে। কেন্দ্রের নার্স ও স্বেচ্ছাসেবীরা তাকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একজন চিকিৎসক তার রেজিস্ট্রেশন কার্ডটি দ্রুত এন্ট্রি ডেস্কে নিয়ে যান। চারজন নারী স্বেচ্ছাসেবী এসে যত্নের সঙ্গে নিয়ে যান টিকা দেয়ার বুথে।
টিকা দেয়ার পর নিয়ম অনুয়ায়ী আনোয়ারা বেগমকে আধা ঘণ্টা অবজারভেশন কক্ষে রেখে পর্যবেক্ষণ করা হয়। কোনো অসুবিধা না হওয়ায় ছেলের সঙ্গে তিনি পুরানা পল্টনের বাসায় চলে যান।
বিডি প্রতিদিন/আরাফাত