যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে অ্যাজমা রোগের চিকিৎসায় ব্যবহৃত সাধারণ ওষুধেও করোনাভাইরাস থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এটি আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হারও কমিয়ে দেয়। খবর রয়টার্স।
প্রকাশিত খবরে বলা হয়েছে, উপসর্গ দেখা দেয়ার সাত দিনের ভেতর ইনহেলারের মাধ্যমে বুডিসোনাইড (Budesonide) জেনেরিক নামের ওষুধটি দিতে পারলে রোগীদের সুস্থ হওয়ার সময় যেমন কমে আসে, তেমনি হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও হ্রাস পায়।
গবেষণাটি এখনো দ্বিতীয় ধাপের ট্রায়ালে রয়েছে। কোনো পিয়ার-রিভিড জার্নালেও প্রকাশ করা হয়নি। বুডিসোনাইড ওষুধটি করোনার ভ্যাকসিন তৈরি করা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার। পালমিকোর্ট ব্র্যান্ডনেমে নামে তারা এটি বিক্রি করে থাকে। ধুমপায়ীদের ফুসফুসের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়।
১৪৬ জন রোগীকে নিয়ে করা ২৮ দিনের গবেষণায় অক্সফোর্ড দেখেছে সাধারণ করোনা রোগীদের তুলনায় বুডিসোনাইড ব্যবহার করা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কম।
অ্যাস্ট্রাজেনেকা অ্যাজমার বিকল্প চিকিৎসার জন্য সিমবিকোর্ট নামের আরেকটি ওষুধ আনার কথা জানিয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর