ব্রাজিলে মহামারী করোনাভাইরাসের ভয়াবহতা ফের বেড়েছে। করোনা আক্রান্ত হয়ে দেশটিতে প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে সংক্রমণের হারও বেড়ে গেছে অনেকটা।
গতকাল বুধবার ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বর্তমানে দেশটির ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।
উল্লেখ্য, মহামারী করোনায় মৃত্যুর দিক দিয়ে ব্রাজিল বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের। সঙ্কটাপন্ন এই পরিস্থিতির জন্য ব্রাজিলের প্রেসিডেন্টকে দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক