ভারতে একদিনে (২৫ মার্চ) করোনা শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৬৯ জন। আর মারা গেছেন ২৫৭ জন। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এই সংখ্যা জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৬৫২ জন। আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৯৮৩ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন।
ভারতে করোনার ডাবল মিউট্যান্টের কারণেই এত দ্রুত সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ পরিস্থিতিতে দেশটি স্থগিত রাখা হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ