করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন।
শনিবার মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জামাল উদ্দীন মুর্শেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকালে ঢাকার একটি বেসকারি হাসপাতালে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। নিজ বাসায় থেকে তিনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সুলতান মনসুর জয়যুক্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন