গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৮২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত। মৃত্যুবরণ করেছেন কাউন্সিলরসহ ১০ জন, সুস্থ হয়েছেন ৭৭০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ৪৭৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, শিশু ও সাংবাদিকসহ করোনা পজেটিভ হয়েছেন ৮২২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিড কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, 'উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়, করোনা পজেটিভ হয়েছেন আরও ৫ জন।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির