ভারতে ১০ কোটির বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৮৫ দিনে ১০০ মিলিয়নের বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্র এজন্য সময় লাগিয়েছে ৮৯ দিন এবং চীন সময় নিয়েছে ১০২ দিন।
কিন্তু ভারতে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, এক কোটি ৩৩ লাখ ৫৮ হাজার আটশ পাঁচজন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার তিনশ পাঁচজন।
সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ২০ লাখ ৮১ হাজার চারশ ৪৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১১ লাখ আট হাজার ৫৭ জন। ভারতে করোনায় সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।
সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডোমিটার
বিডি প্রতিদিন/ ওয়াসিফ