কুমিল্লার লাকসামে ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জন। এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৬ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় বুধবার ২৪টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৭ জনের পজিটিভ ও অন্য ১৭টি রিপোর্ট নেগেটিভ।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩১৬৮টি। তাদের মধ্যে ৩১১৭টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২৪৬৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৫১টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২১ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৬ জন। অন্য ১১৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন