১১ মে, ২০২১ ০৭:১৩

নেপালে এক মাসেই করোনা সংক্রমণ ৩০ গুণ বৃদ্ধি

অনলাইন ডেস্ক

নেপালে এক মাসেই করোনা সংক্রমণ ৩০ গুণ বৃদ্ধি

ভারতের পর এবার করোনার ছোঁয়া লেগেছে প্রতিবেশী হিমালয়ের দেশ নেপালেও। পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশটি গত এক মাসের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৩০ গুণ।

জানা গেছে, নেপালে করোনায় আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া করোনায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৫৯।  

এরই মধ্যে দেশটির হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়ের মূল কারণ। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সমীর কুমার অধিকারী বলেন, লোকজনকে বাঁচাতে হলে দ্রুততার সঙ্গে আমাদের ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার দরকার। এটা আমাদের এখুনি দরকার।

সূত্র : দ্য হিমালয়া টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর