করোনাভাইরাস সংক্রমণ জেলায় জেলায় বাড়তে শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার ৯ জন ও শনিবার ৭ জনের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ করোনার হটস্পট হওয়ায় গত সোমবার থেকে সেখানে চলছে ‘বিশেষ’ লকডাউন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার এখনো ৫০ ভাগের উপরে।
রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এখনও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। শুক্রবার পর্যন্ত আক্রান্তের হার ৫২.৫ শতাংশ। তিনি বলেন, সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত রাজশাহীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। এরপরই আছে রাজশাহীর অবস্থান। করোনার উচ্চ সংক্রমণের সঙ্গে সঙ্গে এই দুই জেলায় মৃত্যুর হারও বাড়ছে।
এদিকে রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আবারও করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার ৯ জনের মৃত্যু হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর