চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদুল আলম (৬৮) মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জন চিকিৎসকের মৃত্যু হলো।
গতকাল রবিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. ফরিদুল আলম মৃত্যুবরণ করেন। ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, অধ্যাপক ডা. ফরিদুল আলম করোনা আক্রান্ত হয়ে এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার পাশাপাশি তিনি নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ আইসিইইতে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গতকাল রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৩১ মে) জোহরের পর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ