নাটোরের দুটি পৌরসভায় লকডাউনের দ্বিতীয় দিনে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় ঢাকায় একজন এবং করোনা উপসর্গ নিয়ে নাটোর হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, লকডাউনের দ্বিতীয় দিন কঠোরভাবে পালিত হচ্ছে। কাঁচা পণ্য, ওষুধ ও মুদিখানা দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের টিম। সন্দেহজনক লোকজনকে রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর সন্তোষজনক না হলে তাদের জরিমানা করা হচ্ছে। তবে প্রধান সড়কগুলো বাদে শহরের ভেতরে বিভিন্ন রাস্তায় অটো ও রিকশা চলাচল করছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সদর উপজেলা প্রকৌশল অফিসের কার্য সহকারী নবী আহমেদ। আর রাতে নাটোর সদর হাসপাতালে মারা যান উত্তম কুমার সরকার নামে বঙ্গজল এলাকার এক বাসিন্দা। বাবার নাম পঞ্চানন সরকার।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের হার ৩২ শতাংশ। এ নিয়ে বুধবার পর্যন্ত করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০৪৬ জন। সুস্থ হয়েছেন ১৫০১ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌর এলাকায় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই