কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ৮টা পর্যন্ত) ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১১ জন। নতুন আক্রান্তদের সবাই কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ৮, ৯ ও ১১ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ১০ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।
এছাড়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনসহ মোট ২৬ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি। এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি রয়েছেন পাঁচজন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন একজন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন তিনজন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৫ জন।
বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩৫ জন, হোসেনপুরে তিনজন, করিমগঞ্জে চারজন, তাড়াইলে আটজন, পাকুন্দিয়ায় সাতজন, কটিয়াদীতে ১৩ জন, কুলিয়ারচরে ৯ জন, ভৈরবে ১১ জন, নিকলীতে একজন, বাজিতপুরে দুজন ও ইটনায় একজন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ১৭৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১৫ জন।
বিডি প্রতিদিন/এমআই