১৯ জুন, ২০২১ ১৭:১১

নাটোরে ২৮ জনের করোনা শনাক্ত

নাটোর প্রতিনিধি:

নাটোরে ২৮ জনের করোনা শনাক্ত

নাটোরে আজ ২৮ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। ৭৪ জনের নমুনা পরীক্ষা করে এই ২৮জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। আক্রান্তের হার ৩৭.৮৩ পার্সেন্ট। আক্রান্ত ২৮ জনের মধ্যে নাটোর সদরে ২৩ জন এবং গুরুদাসপুরে ৫জন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বলেন, আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৬০৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫৫৭ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করেনা সংক্রমন নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা অব্যাহত রয়েছে।

উল্লে­খ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত সর্বাত্বক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন সফল করতে শুক্রবার সকাল থেকে দুটি পৌরসভার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমান আদালত তাদের নজরদারী বৃদ্ধি করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর