দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ উল হক জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮৬ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৭ শতাংশ।
একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৪১.৫৩ শতাংশ।
অপরদিকে, জেলায় হোম আইসোলেশনে রয়েছে ২৬০৯ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন ৮৪ রোগীসহ ভর্তি রয়েছেন ১৯৫ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ২৭২০ জন রোগী। বুধবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন