২৯ জুলাই, ২০২১ ১৮:৫৮

বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৫৪২ জনের।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কাহালু উপজেলার মো: ইউসুফ (৬০) ও সারিয়াকান্দি উপজেলার জহুরা বেগম (৭০), মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান বগুড়া সদরের খাদিজা বেগম (৬৮)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আর বগুড়ার বাসিন্দা নয় এমন ৫ জন অন্য জেলা থেকে বগুড়ায় চিকিৎসা নিতে এসে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪২ জন। 

জেলায় ৫০২ টি নমুনা পরীক্ষায় ১১২ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৬৭ জন, জিন এক্সাপাট মেশিনে ৯টি নমুনায় পরীক্ষায় ১ জন, ১৮৬ টি র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৩ জন এবং টিএমএসএস বেসরকারি মেডিকেল কলেজ হাসপতালে পিসিআর মেশিনে ২৫ টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। 

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৭৩, শেরপুর ৯ শিবগঞ্জ ৬, গাবতলী ৬, দুপচাঁচিয়া ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩, সোনাতলায় ২, শাজাহানপুর ২, আদমদিঘি ১ এবং কাহালু উপজেলায় ১ জন। জেলায় মেটি করোনা শনাক্ত হলো ১৮ হাজার ৬১৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ২৪৯ জন। রোগী নতুন করে সুস্থ হয়েছেন ১৩৮ জন। জেলার তিনটি হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন ৫০৭ জন। শজিমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৫০ করোনা বেডের বিপরীতে ভর্তি আছে ২৪২ জন, ২৫০ শয্যার মোহাম্মদা আলী হাসপাতালে ভর্তি আছেন ১৯৫ জন, টিএমএসএস মেডিকেলে ভর্তি আছেন ৯৮ জন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ২১ জন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর