করোনা প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে মাগুরাতেও আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৩৬টি ইউনিয়নের প্রতিটিতে ৩টি করে ১০৮টি বুথ ও মাগুরা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৮টি বুথসহ মোট ১২৬টি বুথে সকাল ৯টা থেকে এ টিকাদান কার্যক্রম চলে। এছাড়াও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের নাসিং ইনস্টিটিউটসহ দুটি বুথে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবিরসহ অনেকে আজ সকালে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
মাগুরা সিভিল সাজর্ন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, মাগুরা জেলায় গ্রাম পর্যায়ে বুথ করার মাধ্যমে এ টিকা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযন্ত চলবে। প্রতিটি কেন্দ্রে ২০০ জনসহ মোট ২৩ হাজার ৪০০ জনকে এ টিকা দেয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির