করোনায় এখনো বিপর্যস্ত অবস্থা যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় মৃত্যু বেড়েছে। তবে মৃত্যুর তুলনায় আক্রান্তের সংখ্যা কম দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১০৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮,৬১২ জন।
এর আগে, গতকাল শুক্রবার ছিলো ৩১,৮০৮ জন, বৃহস্পতিবার ছিলো ৩০,২১৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৪২ হাজার ২৩ জন। অন্যদিকে, গতকাল শুক্রবার ছিলো ৯২ জন, বৃহস্পতিবার ছিলো ৮৬ জন। এদিকে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২৮১ জন।
উল্লেখ্য, দেশটিতে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৬৩১ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৯৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৯২ লাখ ১০ হাজার ৩৫৬ জন। করোনাভাইরাস প্রতিরোধে এখনো লড়ে যাচ্ছে ব্রিটেন সরকার।
বিডি-প্রতিদিন/শফিক