দেশে ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। নতুন করে মারা গেছেন ১৫৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২৪ হাজার ৮৭৮ জন।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।
এর আগে গতকাল বুধবার দেশে ৭ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়। সেদিন করোনায় মারা যান ১৭২ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ