দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় হিসাবে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৭৮ জন।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক