মহামারি করোনাভাইরাসে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু দেখলো সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন ২২ জন। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৭৮ জনের।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। যা গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১০ আগস্ট একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি মারা গিয়েছিলেন।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনসহ ২০ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে ৯৫৩ জন মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। তার মধ্যে ওসমানী হাসপাতালে ৮১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭৭৫ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬৩ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ৫০ জনসহ ২০০ জন সিলেটের, সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৫৯ জন ও হবিগঞ্জের ৩১ জন। ২ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত শনাক্ত হন। শনাক্তের হার ২৩.৫১ ভাগ।
বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৫২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৮৪২ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৪৯ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৭৫ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৫৯৭ জন। আর সবমিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৯ হাজার ৪২ জন। তিনি জানান, ৫১৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন