করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনের এমপি দিদারুল আলম। শুক্রবার এমপির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী-সন্তানদের করোনা নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে দিদারুল আলম এমপি অসুস্থ ছিলেন। গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা থাকায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্টে করোনা পজিটিভ আসে। তবে তার স্ত্রী-সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন