কিশোরগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সবশেষ জেলায় গত ১৮ আগস্ট করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২০২ জনে। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনায় বেশি মৃত্যু হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলায়। এখানে মৃতের সংখ্যা ৭০। এর পরের সংখ্যাটি ভৈরবের। ভৈরবে মৃত্যু হয়েছে ৪১ জনের। এছাড়া কটিয়াদীতে ১৭ জন, বাজিতপুরে ১৭ জন, পাকুন্দিয়ায় ১৪ জন, কুলিয়ারচরে ১১ জন, করিমগঞ্জে ১০ জন, হোসেনপুরে ৮ জন, নিকলীতে ৭ জন, তাড়াইলে ৫ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, জেলার ১৩ টি উপজেলায় এ পর্যন্ত (১৯ আগস্ট পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ১০৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে/ আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯০৪ জন এবং হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৪৭ জন।
গণটিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমে গেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ