কিশোরগঞ্জে শনিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৪১ জনে এবং মোট মৃত্যু হয়েছে ২০৪ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কটিয়াদীতে ৯ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৩ জন ও ইটনায় ১ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৩৪৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৯২ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৩২ জন, হোসেনপুরে ২৭৪ জন, করিমগঞ্জে ১৩ জন, তাড়াইলে ৩৬ জন, পাকুন্দিয়ায় ২৪৯ জন, কটিয়াদীতে ৫৯২ জন, কুলিয়ারচরে ৫১ জন, ভৈরবে ৩২৭ জন, নিকলীতে ৩৮ জন, বাজিতপুরে ১৭৪ জন, ইটনায় ৩৩ জন, মিঠামইনে ১০ জন ও অষ্টগ্রামে ৬৩ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত