ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন। তাদের চারজন ময়মনসিংহের ও নেত্রকোনার একজন।
শুক্রবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫)। এছাড়া ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশাল উপজেলার আয়েশা (৭৮) এবং নেত্রকোনা কমলাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩) উপসর্গ নিয়ে মারা যান।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন