২৫ জানুয়ারি, ২০২২ ১৬:০৬

করোনার তাণ্ডব সিলেটে : আক্রান্ত ৭৩৪, টানা তৃতীয় দিন মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনার তাণ্ডব সিলেটে : আক্রান্ত ৭৩৪, টানা তৃতীয় দিন মৃত্যু!

প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছে সিলেটে। প্রতিদিন এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৪ জন! যা গত অন্তত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে, টানা তৃতীয়দিনের মতো করোনায় মৃত্যু দেখেছে সিলেট।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে এসব তথ্য।

অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪.০৬ ভাগ।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ১৩৫ জন ও হবিগঞ্জের ১০৫ জন রয়েছেন।

সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৫৯ হাজার ২৮০ জন।

গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার এক ব্যক্তি মারা গেছেন। দীর্ঘ কয়েক মাস পর টানা তিনদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো সিলেটে। এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৩ জন।

গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন।

এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ১৯৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর