বাংলাদেশ শিশু একাডেমী মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণের লক্ষ্যে রূপালী ব্যাংক এবং শিওরক্যাশের এর সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
গত ২৫ শে জুন ২০১৮ বাংলাদেশ শিশু একাডেমীর কনফারেন্স রুমে হওয়া এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রশিক্ষণ এর ভর্তি ফি রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে গ্রহণ করবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, পরিচালক আনজীর লিটন; রূপালী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোস্তাফিজ, সহকারী মহাব্যবস্থাপক মোঃ সোহেল রেজা; শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ শাহাদাত খান, প্রধান ব্যবসায় কর্মকর্তা মোঃ আবু তালেব, এসভিপি-বিজনেস মোঃ নূর আল আতাহার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমী বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় কাজ করছে। শিশুদের সাংস্কৃতিক মানসিক ও সৃজনশীল বিকাশে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমী। এই একাডেমীর উল্লেখযোগ্য কার্যক্রম সমূহের মধ্যে সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিশু দিবস উদযাপন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন, শিশু একাডেমী বইমেলা, শিক্ষা সফর, শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, শিশু স্বাস্থ্য ও পুষ্টি, কন্যা শিশুদের জন্য কর্মসূচি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সমান সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক বিনিময়, আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে যোগদান, শিশুতোষ গ্রন্থ এবং নিয়মিত শিশু পত্রিকা অন্যতম।
দেশের সরকারী ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালীব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্টসেবা যার মাধ্যমে ১ কোটিরও বেশি গ্রাহক সারাদেশে টাকা পাঠাতে, বিল দিতে, মোবাইল রিচার্জ করতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে পারছেন এবং ১ লক্ষ ৬০ হাজার এর অধিক এজেন্টের মাধ্যমে টাকা জমা করতে বা উঠাতে পারছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান