স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার হাসপাতাল লিমিটেডের সাথে টেলিনর হেলথ এক চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী, গ্রামীণফোনের ডিজিটাল স্বাস্থ্য সেবা টনিকের গ্রাহকদের স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা প্রদান করবে স্কয়ার হাসপাতাল।
এসময় উপস্থিত ছিলেন রেজিনা আক্তার (ম্যানেজার, বিজনেস অফিস, স্কয়ার হাসপাতাল লিমিটেড), শিফাত ইবনে জামান (সিনিয়র এক্সিকিউটিভ- স্ট্র্যাটেজিক পার্টনারশিপস, টেলিনর হেলথ), লে. কর্নেল এম. নুরুল আলম (হেড- ম্যানেজমেন্ট সাপোর্ট সার্ভিস, স্কয়ার হাসপাতাল লিমিটেড), তৌফিক হাসান (ম্যানেজার, পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি, টেলিনর হেলথ), সুলতান মিনহাজ উদ্দীন (ডিজিএম- অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস, স্কয়ার হাসপাতাল লিমিটেড), সাজিদ রহমান (সিইও, টেলিনর হেলথ), আহমেদ তুহিন রেজা (হেড অব লয়্যালটি, পার্টনারশিপস অ্যান্ড বিটুবি, টেলিনর হেলথ), ডাঃ মোহাম্মদ ফয়সাল জামান (ডিজিএম অ্যান্ড হেড- মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট, স্কয়ার হাসপাতাল লিমিটেড), অ্যান্ড্রিউ স্মিথ (সিসিও, টেলিনর হেলথ), মো. ই.ই. ইউসুফ (সিএও, স্কয়ার হাসপাতাল লিমিটেড), মোহিতা নাথ (পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি স্পেশালিস্ট, টেলিনর হেলথ), তানজিদা ইসলাম (পার্টনারশিপ লয়্যালটি অ্যানালিস্ট, টেলিনর হেলথ), সাদ হোসেন তপু (অফিসার-মার্কেটিং, স্কয়ার হাসপাতাল লিমিটেড), রশিদ নিসতার (এক্সিকিউটিভ, লিগ্যাল অ্যাফেয়ার্স, স্কয়ার হাসপাতাল লিমিটেড), মোঃ নওশাদ পারভেজ (জিএম, এইচআর, স্কয়ার হাসপাতাল লিমিটেড)।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৮/হিমেল