হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির (এইচআরআরএস) কেন্দ্রীয় পরিচালক মনোনীত হয়েছেন শাহাদাৎ হোসেন মুন্না। বুধবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত মানবাধিকার সংরক্ষণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. খুরশীদ আলম সাগর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনপ্রিয় কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্থার পরিচালক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা সজল বরন সেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম