বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ইটালির বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড বেনেলির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেড- এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে গ্রাহকরা বিক্রয়-এ জনপ্রিয় বাইক টিএনটি ১৫০ বুকিং দিলেই রেজিস্ট্রেশন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি-তে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার সেন্টারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং এন্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন, হেড অব ভেহিকেলস এন্ড প্রোপার্টি ইসা আবরার, বিক্রয় ডট কম-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব ভেহিকেলস তালুকদার সুভগ মো. রাশেদুল আবেদীন, বেনেলি টিএনটি ১৫০ বাইকটির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহদী উর রহমান পাইকার, স্পিডোজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জামান সোয়াদ খান এবং স্পিডোজ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার নিজাম ইউ আহমেদ। এই বাইকটি এখন বিক্রয় ভেহিকেলসে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে-
ঈশিতা শারমিন
ডিরেক্টর, মার্কেটিং এন্ড অ্যাড সেলস
বিক্রয় ডট কম
ইমেইল: [email protected]
তারিকুল সুমন
মিডিয়া ম্যানেজার
কনসিটো পিআর
ফোন: ০১৯৪৪৪১১৫০১
ইমেইল: [email protected]