লিনেক্স ইলেক্ট্রনিক্সের ৮৬তম এক্সক্লুসিভ শো-রুম চট্টগ্রামের রাউজানে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ীলোকমান হাকিম। উদ্বোধন উপলক্ষে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর এবং হাজী শুক্কুর এন্ড সন্স ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মো. হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর আগত ক্রেতাসাধারণ এবং শুভানুধ্যায়ীদেরকে শো-রুমটি ঘুরে দেখান এবং লিনেক্সের বিভিন্ন পণ্যের ব্যবহারিক সুবিধা ও গুণগত মান সম্পর্কে অবহিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লিনেক্স ব্র্যান্ডকে আমরা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চেষ্টা করছি। আর এ জন্য লিনেক্স ইলেক্ট্রনিক্স ক্রেতাদের জন্য নিয়ে এসেছে 'হাউ কাউ' অফার। এই অফারে ক্রেতাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে থাকছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে (৩০০/- থেকে ১০০০০/-) নিশ্চিত ক্যাশব্যাক সহ ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট।
বিডি প্রতিদিন/ফারজানা