বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ এবং পরিবেশবান্ধব স্থাপত্যকৌশল সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১, ১এ, ৩ এবং ৪ নাম্বার হলজুড়ে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলোতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
ভারতের ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এসব প্রদর্শনীর আয়োজন করছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, 'বাংলাদেশ বিল্ডকন ২০১৮’, ‘গ্রিনআর্ক ২০১৮’ এবং ‘বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’ শীর্ষক এসব প্রদশনীতে স্থাপত্যশিল্প ও নির্মাণশিল্পে নতুন প্রযুক্তি, পণ্য-সামগ্রী এবং বিভিন্ন সল্যুশন তুলে ধরা হবে। একইসঙ্গে বর্তমানে বাংলাদেশে তৈরি বিশ্বমানের আসবাবপত্রও প্রর্দশন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা