নিরাপদ আধুনিক শহর বিনির্মাণে ও জননিরাপত্তা সুরক্ষায় নিবিরভাবে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘নিরাপদ শহর চাই’ (নিশচা)। ঢাকাসহ দেশের সব শহরকে নিরাপদ আধুনিক শহর বিনির্মাণের বাস্তবায়নের লক্ষ্যে শান্তির শহর হিসাবে বিভিন্ন দাবি আদায়ে কাজ করাই মূল লক্ষ্য এই সংগঠনের।
সংগঠনের নবগঠিত-কমিটিতে চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন। কমিটির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রুমি, ড. সবুর খান, জাহিদ হাসান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক-রিয়াদ তালুকদার, সুমন আহমেদ, এ আর এস জারা আলী, রায়হান আলী, হাবীবুর রহমান, অর্থ-বিষয়ক সম্পাদক-মোস্তাফিজুর রহমান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক-আহমেদ উল্লাহ বিপ্লব, যুব বিষয়ক সম্পাদক-মামুন রেজা এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার