স্কাউটিং এ সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড অর্জনকারীদের আন্তর্জাতিক সংগঠন Association of Top Achiever of Scouts Bangladesh (ATAS Bangladesh) এর আয়োজনে সারা দেশের প্রায় সাড়ে তিনশ' টপ অ্যাসিভারের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটাচ'র বিশ্ব প্রেসিডেন্ট সাইমন এইচ রি।
একজন স্কাউট বা রোভার স্কাউটকে নির্দিষ্ট প্রোগ্রাম বাস্তবায়ন করে দক্ষ ও পারদর্শী হয়ে উপজেলা বা জেলা পর্যায় হতে জাতীয় পর্যায় পর্যন্ত মূল্যায়নে অংশগ্রহণ করে টপ অ্যাসিভার (Top Achiever) হতে হয়।
ATAS Bangladesh ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুনীর্তি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান। ATAS Bangladesh এর সাধারণ সম্পাদক ও জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) বাংলাদেশ স্কাউটস এবং কর কমিশনার এম এম ফজলুল হক আরিফ, বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি ও এশিয়া প্যাসিফিক স্কাউট কমিটির সদস্য হাবিবুল আলম, বীর প্রতীক এবং বাংলাদেশ স্কাউটস-এর আন্তর্জাতিক কমিশনার মো: রফিকুল ইসলাম খানসহ সকল জাতীয় কমিশনার, জাতীয় উপ-কমিশনার এবং সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইমন এইচ রি বলেন, আমি খুবই গর্ব বোধ করছি ATAS Bangladesh এর মিললমেলায় উপস্থিত থাকতে পেরে। আমরা জানি বাংলাদেশ স্কাউটস এবং ওয়ার্ল্ড স্কাউটসের সম্পর্ক খুবই দৃঢ় ও আন্তরিক। ২০১২ সালে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে ATAS ওয়ার্ল্ড এর পথচলা শুরু হয়েছিল। বর্তমানে আমরা বৃহৎ পরিসরে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা দেখতে পারছি প্রতি বছর ATAS সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ATAS এমন একটি সংগঠন যা স্কাউটিংএর লক্ষ্য, উদ্দেশ্য ও মূলনীতি বাস্তবায়নে ভূমিকা রেখে চলছে।
World Organizations of the Scout Movement বিশ্বের ১৭০টি দেশে স্কাউট আন্দোলন পরিচালনা করছে। স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, শিশু, কিশোর ও যুব সমাজের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়ন সাধনের মাধ্যমে সুনাগরিক গঠনে বিশ্বব্যাপী সমাদৃত শিক্ষামূলক যুব আন্দোলন। ১৯০৭ সালে ব্যাভেন পাওয়েল (বিপি) এই আন্দোলনের সূচনা করেন। স্কাউটিং কার্যক্রম বিপির নির্ধারিত আদর্শ, উদ্দেশ্য, লক্ষ এবং মূলনীতি মেনে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মাননা হলো President Scout Award (PS) এবং রোভার স্কাউটদের জন্য President Rover Scout Award (PRS)।
বিডি প্রতিদিন/হিমেল