বাংলাদেশের শিশুদের মধ্য থেকে আগামীদিনের 'দুনিয়া কাপানো' চিত্রশিল্পী খুঁজে বের করতে দেশজুড়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে আড়ং ডেইরি।
শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমিতে চূড়ান্ত পর্ব পরবর্তী এক সমাপনী আয়োজনে সেরা তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পেয়েছেন এক লক্ষ টাকার শিক্ষা বৃত্তি।
পাশাপাশি পরবর্তী ৩ প্রতিযোগিকে ৮০ হাজার, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সেইন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের শাহাদাত হোসেন। পাশাপাশি পরবর্তী স্থান অধিকারীরা হলেন, কুমিল্লার এথনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের নুরুল ইসলাম সিকদার, সাউথ ব্রিজ স্কুলের যারিফ সুলতান এবং মাইলস্টোন প্রিপারেটিরি স্কুলের আরহা মাশরিফা অর্নি।
আঞ্চলিক পর্বের সেরাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সেরা তিন চিত্র বিচারে প্রধান দায়িত্বে ছিলেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
শিল্পকলায় আয়োজিত সমাপনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাক ডেইরির পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাহ নেওয়াজ।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, রাজশাহী, বগুড়া এবং বরিশালে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক বাছাই পর্ব। এতে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল